রমাদান_রুটিন
পুরো রমজান হয়তো ঘরে বসেই কাটাতে হবে । অন্যভাবে দেখলে এরকম রমজান জীবনে আর নাও পেতে পারি । হ্যা, আমরা চাইলেই খুব খারাপ এ সময়টাকে বাকি জীবন আর মৃত্যুর পরের জীবনের জন্য সেরা সুযোগ হিসেবে নিতে পারি ।
সহীহ হাদিসে নবী সা: বলেছেন, আল্লাহর অভিশাপ তার উপর, রমজান চলে গেল অথচ যে ক্ষমা নিতে পারলো না ।
আসুন একটা রুটিন করে ফেলি । পার্থিব জীবনের সফলতার জন্য তো কম রুটিন করি নাই, আসলে টার্গেট ছাড়া কিছুই অর্জন হয় না । আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, পছন্দ না হলে আপনি আপনার মত শোধরে নিবেন । তবুও এমন যেন না হয় কোন টার্গেট ছাড়া ঘুমিয়ে ঘুমিয়ে একটা রমজান চলে গেল ।
ব্যক্তিগত :
১. সুরা ফীল থেকে নাস । আমরা সবাই কম বেশী জানি । কিন্তু শুদ্ধ উচ্চারণ আর বাংলা অর্থ জানি না, এমন সংখ্যাটাই আমাদের মাঝে বেশী। এ কারণেই আমরা নামাজের মজাটা পাই না । মন দৌড় দেয় এদিক সেদিক ।
২. AlQuran(Tafsir & by Word) । খুব ভাল একটা অ্যাপস । আজই নামিয়ে নিন । এই রমজানে প্রতিদিন অন্তত দশ মিনিট হলেও অর্থ সহ কোরআন পড়বো । প্রতিদিন দশটা করে হাদিস পড়বো । অ্যাপস নামিয়ে বুখারী দিয়ে শুরু করি । Bangla Hadith খুব ভাল একটা অ্যাপস ।
৩. প্রতিদিন সেহরী সেরে ফজরের আজানের আগে, বেশী না অন্তত দুই রাকাত তাহাজ্জুদ পড়বো । এক রাতও বাদ দিব না । কাজটা একেবারেই সহজ । কিন্তু টার্গেট না নিলে হবে না ।
৪. প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজ পুরো এক মাসে একদিনও বাদ যাবে না ।
৫. পুরো রমজানে অন্তত সাত দিন, একটাও গীবত করবো না, মিথ্যা বলবো না। এই কাজটা সবচে কঠিন । পুরো একটা দিন পরনিন্দা না করে কাটানোর মত কঠিন কাজ নাই ।
পারিবারিক :
১. এ বছরের কঠিন সময়টাতে সেহরী আর ইফতার আমরা সাদামাটা করবো । বিশেষ করে স্ত্রী কন্যা মা’দের রান্না ঘরে ইফতারের আগে আটকে না রেখে ইবাদতের সুযোগ দিবো ।
২. ইফতারের আগে দুয়া কবুলের সময়টাতে পরিবারের সবাইকে নিয়ে দোয়া করবো । বাদ যাবে না এক দিনও ।
৩. ছেলে মেয়েকে নামাজ আর কোরআন শিক্ষা দিব । ঘরের সব নারী পুরুষ এক সাথে জামাত পড়বো । মসজিদ বন্ধের এ সময়টাতে প্রতিটি পরিবারই মসজিদ হয়ে উঠুক ।
৪. আমার সন্তান সুরা ফাতিহা বা ছোট সুরাগুলো কি জানে ? না জানলে এ রমজানে পাঠ্যপুস্তক পাঠের কঠোরতা আসুক কোরআন পাঠে । আমার সন্তান যদি আমার কারণে সুরা ফাতিহা শিখে, সারা জীবনে যতবার নামাজে সে ফাতিহা পাঠ করবে ততবার সওয়াব পেতে থাকবো । সেটা কবরে শুয়েও । আর না শিখালে আমার আদরের সন্তান বিচার দিবসে আমার পথ আটকাবে সবার আগে !
সামাজিক :
১.খুব অভাবের মধ্যে এবার রোজা যাবে । ইফতার আগে বের হয়ে, মুসলিম অমুসলিম যেই হোক অন্তত দশ টাকা বা কিছু দিয়ে সাদাকা করবো । সাথে নিয়ে ইফতার করতে পারাটা বেস্ট ।
২. সারা জীবন সালাম পেয়েছি । এ মাসটাতে সালামের অপেক্ষায় না থেকে আমি আগে দিব । আমিত্ব আর অহমিকা ভাঙার এর চেয়ে বড় ঔষধ নাই ।
৩. হাসি একটা উত্তম সাদাকা । পুরো একমাস হাসি দিয়ে কথা বলবো সবার সাথে, মেজাজ খুব খারাপ হলেও ।
৪. আল্লাহ কাছ দোয়া করবো, মাফ চাইবো প্রতিটি ওয়াক্ত নামাজে -রমজানের শুরু থেকেই করোনার আজাব যেন আল্লাহ উঠিয়ে নেন ।
ইনশাআল্লাহ ।
আসছে রমজান যেন আমার জীবনের সেরা রমজান হয় ।
[ Golam Rabbii]
Comments
Post a Comment